আমরা সরকার পতনের শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি: ইশরাক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:২২ পূর্বাহ্ন, ২রা মার্চ ২০২৩


আমরা সরকার পতনের শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি: ইশরাক
গোপীবাগে এক প্রস্তুতি সভায় কথা বলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সরকারের তথাকথিত শান্তি সমাবেশও করতে হয় পুলিশ প্রহরায়। কারণ সরকার গঠন হয়েছে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল দিয়ে। পুলিশই তাদের ভরসা। পুলিশ সরে গেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। 


বুধবার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


ইশরাক বলেন, আমরা সরকার পতনের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। এতেই ভয় পেয়ে সরকার উল্টা-পাল্টা বলতে শুরু করেছে। তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর যখন চূড়ান্ত আন্দোলন শুরু হবে তখন তারা চোখে সরষে ফুল দেখবে।


তিনি বলেন, আমরা অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি বলে আমাদের দূর্বল ভাববেন না। আমরা জনগণের কষ্ট দিয়ে কোনো কর্মসূচি দিতে চাই না। কিন্তু জনগণ যদি রাজপথ উত্তপ্ত করে তাহলে সে আগুনে আপনাদের মসনদ ছারখার হয়ে যাবে। 


ইশরাক বলেন, সরকার অনেক ফাঁদ পাতছে। আমরা আওয়ামী লীগের অতীত ইতিহাস জানি। তারা আগুন সন্ত্রাস করে বিএনপির ওপর দায় চাপাতে চায়। মানুষ হত্যা করে আন্দোলন দমাতে চায়। আর কত মানুষ মারবেন। আপনাদের হাত রক্তে রঞ্জিত।


এ সময় সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, আব্দুস সাত্তার, ওমর নবী বাবু, সাবেক সভাপতি এম এ সাহেদ মন্টু ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ সভায় বক্তব্য রাখেন।