জামিনে মুক্তির ৯ দিন পর মিলল ক্ষতবিক্ষত মরদেহ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৭ পূর্বাহ্ন, ৪ঠা মার্চ ২০২৩
কক্সবাজারের রামুতে জামিনের মুক্তির ৯ দিন পর হত্যা মামলার এক আসামির ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন জানান, শুক্রবার সকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের কানারাজার গুহা নামক এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত হাবিব উল্লাহ (২৫) রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লটউখিয় ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ২০১৮ সালে সংঘটিত এক হত্যাকান্ডের ঘটনায় দায়ের মামলার এজাহারভূক্ত আসামি ছিলেন হাবিব উল্লাহ। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন।
আনোয়ারুল বলেন, শুক্রবার সকালে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের কানারাজার গুহা নামক এলাকায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতের মাথা, বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ৬ টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি বলেন, হাবিব উল্লাহ একটি হত্যা মামলার আসামি ছিলেন। তিনি ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পান।
আনোয়ারুল জানান, খুনের কারণ এখনো নিশ্চিত না হলেও পুলিশ প্রাথমিকভাবে হত্যা মামলার জেরে ঘটেছে বলে পুলিশের ধারণা। তদন্তের পর হত্যা ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
কাউয়ারখোপ ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য আজিজুল হক বলেন, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে হাবিব উল্লাহ বাড়ি থেকে বের হন। তিনি রাতে আর ফিরেননি। সকালে স্থানীয় কানারাজার গুহার সামনে তার ক্ষত-বিক্ষত মৃতদেহ পাওয়া যায়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানানা ওসি আনোয়ারুল হোসাইন।