পাবনায় শিশুর হাতের আঙ্গুল কেটে ফেললেন আয়া


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৩


পাবনায় শিশুর হাতের আঙ্গুল কেটে ফেললেন আয়া
পাবনা জেনারেল হাসপাতাল

পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২৩ দিনের শিশুর ক্যানোলা খোলার সময় হাতের আঙ্গুল কেটে ফেলার  অভিযোগ হাসপাতেলের আয়ার বিরুদ্দে । এ ঘটনায় ক্ষুব্ধ শিশুটির পরিবারের স্বজনরা। 


ঠান্ডাজনিত রোগের কার ২৮ ফেব্রুয়ারী ২৩ দিনের এক নবজাতককে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন বাবা চন্দন পাল। 


বৃহস্পতিবার (২ মার্চ) সকালে শিশুটির শারিরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সেদিন বিকালেই তাকে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর  নার্সের বদলে শিশুটির হাতে লাগানো ক্যানোলা খুলতে আসেন একজন আয়া। তখনি বাধে বিপত্তি। 


ক্যানেলা কাটতে গিয়ে শিশুটির হাতের একটি আঙুল কেটে ফেলেন ওই আয়া। শিশুটির চিৎকারে ছুটে আসে অন্যান্য রোগীরা। তখন সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যান আয়া।


এমন ঘটনা যেনো আর কারো না হয় এমনটা বলছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীর স্বজনরা। 


এ ব্যাপারে হাসপাতালের নার্সরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে হাসপাতালের সহকারী পরিচালক ওমর ফারুক মীর। 


তথ্য মতে পাবনা জেনারেল হাসপাতালে গত বছরের জুলাই মাসে ডায়রিয়ার চিকিৎসা নিতে গিয়ে হাতের তিনটি আঙুল হারায় ১৩ মাস বয়সী শিশু তাছিম।


আরএক্স/