নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৪ এএম, ৫ই মার্চ ২০২৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে বলেই গণতন্ত্রের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। তাই, নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।
শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যারা দেশকে ভালোবাসে এবং সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।
তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য মানসম্মত প্রশিক্ষণ প্রয়োজন। সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন। এখান থেকে লব্ধ জ্ঞান শিক্ষানবিশ জজরা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন বলে আশ করি।