সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ৫ জনের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৭ পূর্বাহ্ন, ৫ই মার্চ ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ৫ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার (৪ মার্চ) বিকালে উপজেলার কদমরসূল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেলে সীতাকুণ্ডে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। তবে নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।