সদরপুরের কৃষ্ণপুর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫০ পূর্বাহ্ন, ৫ই মার্চ ২০২৩


সদরপুরের কৃষ্ণপুর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বক্তব্য দিচ্ছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাদ আকবর চৌধুরী লাবু

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী কৃষ্ণপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান তিতাস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাদ আকবর চৌধুরী লাবু। 


বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি। এ সময় তিনি বলেন, বিদ্যালয় শুধু পড়ালেখার জায়গা নয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করে দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখতে হবে। নিয়মিত খেলাধুলার অনুশীলন থাকলে শিক্ষার্থীরা কখনোই মাদকের প্রতি আসক্ত হবে না। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল,ভারপ্রাপ্ত কর্মকর্তা সদরপুর থানা সুব্রত গোলদার। এছাড়াও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদ সদস্য মো. এখলাস ফকির, আ’লীগ নেতা এ্যাডভোকেট শায়েদীদ গামাল লিপু, বিদ্যালয় প্রধান শিক্ষক জাফর আলী খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন প্রমুখ।