রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩


রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উখিয়ার বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের বি ব্লকে রবিবার (৫ মার্চ) বিকাল ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন মূহুর্তের মধ্যে ৯ ও ১০ নম্বর ক্যাম্পে সরিয়ে পড়েছে।


৮ এবিপিএন এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, ৩ টার দিকে হঠাৎ করে আগুন দেখা যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১১, ১০ ও ৯ নম্বর ক্যাম্পে সরিয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে উখিয়া ও টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। কক্সবাজার স্টেশনকেও খবর দেয়া হয়েছে।


ইতিমধ্যে কয়েক শত ঘর আগুনে পুঁড়ে গেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, এখনও বিস্তারিত বলা যাচ্ছে না।