রোহিঙ্গা ক্যাম্পের আগুন ২ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৩ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩


রোহিঙ্গা ক্যাম্পের আগুন ২ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি
রোহিঙ্গা ক্যাম্পের আগুন

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন ২ ঘন্টায়ও নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। 


রবিবার (৫ মার্চ) বিকাল ৩ টার দিকে বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের বি ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মূহুর্তের মধ্যে ৯ ও ১০ নম্বর ক্যাম্পে সরিয়ে পড়েছে।


বিকাল ৫ টার দিকে ঘটনাস্থল থেকে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রোহিঙ্গা ক্যাম্পের ঘরে-ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন বিপদজনক হয়ে উঠেছে। বিস্তৃর্ণ এলাকা জুড়ে আগুন থাকায় নিয়ন্ত্রণ আনা কঠিন হয়ে যাচ্ছে। তবে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।


৮ এবিপিএন এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, ৩ টার দিকে হঠাৎ করে আগুন দেখা যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১১, ১০ ও ৯ নম্বর ক্যাম্পে সরিয়ে পড়েছে।


ইতিমধ্যে হাজারের কাছা-কাছি রোহিঙ্গাদের ঘর আগুনে পুঁড়ে গেছে ধারণা করছেন এপিবিএন এর এ কর্মকর্তা। তবে এপর্যন্ত হতাহতের কোন ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।


আরএক্স/