রোহিঙ্গা ক্যাম্পের আগুনে পুড়ল ২ হাজারের বেশি ঘর


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:৩০ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩


রোহিঙ্গা ক্যাম্পের আগুনে পুড়ল ২ হাজারের বেশি ঘর
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের আগুন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২ হাজারের বেশি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এদিকে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।


রবিবার (৫ মার্চ) দুপুর ৩ টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুনের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও উখিয়া এবং বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার আগুন লেগেছিলো।


বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সরওয়ার কামাল জানান, প্রায় ২ ঘন্টা পর রোহিঙ্গা শিবিরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করছি।