Logo

নদী পার হতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারী, ২০২৫, ২২:৪১
39Shares
নদী পার হতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
ছবি: সংগৃহীত

সায় ফেরার পথে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যায়

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে পাগলা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগচর ফাটাপাড়া পাগলা নদীতে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কিশোর সুন্দরপুর ইউনিয়নের বাগচর গ্রামের জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান (১৬)। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যাায়, পাগলা নদীর ওপারে খালার বাড়িতে বেড়াতে গেছিলো কিশোর তারেক রহমান। বিকেলে বাসায় ফেরার পথে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যায় তারেক। পরে নদীর পানিতে ডুবে মারা যায় সে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত কিশোর তারেক রহমান চলতি বছর স্থানীয় একটি মাদরাসা থেকে হেফজ শেষ করেছে বলে জানান তার পরিবারের সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন বলেন, পানিতে ডুবে ওই ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD