উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গৃহহীন ১৫ হাজার রোহিঙ্গা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৭:৩৯ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৫ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কমপক্ষে আড়াই হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। এতে গৃহহারা হয়েছে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা।
ফায়ার সার্ভিসের ১০ ইউনিটসহ সেনাবাহিনী ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, আগুনের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান।
রোহিঙ্গা নেতা সৈয়দউল্লাহ দাবি করেছেন, ১১, ৯, ১০ নম্বর ক্যাম্পের আটটি ব্লকের কমপক্ষে আড়াই হাজার ঘর পুড়ে গেছে। তিনি বলেন, ‘এই ক্যাম্পগুলোর কমপক্ষে ৪০ হাজার মানুষকে খোলা আকাশের নিচে থাকতে হবে।’
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আমরা উপস্থিত হই এবং নিয়ন্ত্রণে কাজ শুরু করে দিই। টেকনাফ, কক্সবাজারসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন ১০টি ইউনিটে ভাগ হয়ে উদ্ধার তৎপরতাও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আগুনের খবর শুনে তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।