সাতছড়িতে সড়কে মায়া হরিণের মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:২০ পূর্বাহ্ন, ৭ই মার্চ ২০২৩


সাতছড়িতে সড়কে মায়া হরিণের মৃত্যু
মায়া হরিণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে লোকালয়ে আসা এক মায়া হরিণের প্রাণ গেল সড়কে অজ্ঞাতনামা গাড়ি চাপায়। 


রবিবার (৫ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটেছে। মৃত এই মায়া হরিণ স্থানীয় বন বিভাগ উদ্ধার করে নিয়ে যায়। 


জানা গেছে, বনের ভেতরে খাদ্য সংকট দেখা দেওয়ায় খাবারের জন্য হরিণের দল লোকালয়ের নিকটবর্তী লেবু বাগানে চলে আসছে দিনের বেলায়। তবে মানুষের শব্দ পেলেই আবার দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে। 


এমনটাই খাবারের সন্ধানে এসে প্রাণ হারায় এই মায়া হরিণ। তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বন বিভাগের উদাসিনতা ও দায়সারা মনোভাবে একের পর এক হরিণসহ বন্য প্রাণী খাদ্য সংকটে লোকালয়ে এসে এমন সড়ক পথসহ জনমহলে মরা পড়ছে। 


বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী প্রাণীদের খাদ্য সংকটে পড়ার কথা অস্বীকার করে বলেন এই মায়া হরিণ রাস্তা পারাপারে অজ্ঞাত কোন গাড়ি চাপা দিয়েছে।  একারণে এই হরিণের মৃত্যু হয়েছে।


আরএক্স/