শ্রীপুরে সুতা তৈরির কারখানায় আগুন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৩ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৩


শ্রীপুরে সুতা তৈরির কারখানায় আগুন
মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আন

গাজীপুরের শ্রীপুরে একটি সুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মার্চ)সকাল ৮ টার দিকে বিসমিল্লাহ কটেজ কারখানায় এ ঘটনা ঘটে।


মাওনা  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মাওনা ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্দুল মান্নান জানান, সুতা মেশিনের মোটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


তিনি আরও জানান, আগুনে দুটি সুতার মেশিন, একটি কম্প্রেসারসহ প্রায় এক লাখ টাকার পণ্য পুড়ে গেছে।  "তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি।"


অগ্নিকাণ্ডের বিষয়ে  কারখানার মালিক নজরুল ইসলাম বলেন, আগুনে তার ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।