দৌলদিয়ায় পিয়াজ ভর্তি ডুবে যাওয়া ট্রাক উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৩ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৩


দৌলদিয়ায় পিয়াজ ভর্তি ডুবে যাওয়া ট্রাক উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ
দৌলতদিয়ায় পিয়াজসহ নদীতে পরে যাওয়া ট্রাক পর উদ্বার

রাজবাড়ীর গোয়লন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে পিয়াজ ভর্তি ডুবে যাওয়া ট্রাক উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ। 


মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে দৌলতদিয়া ৭ নং ঘাট দিয়ে শেরপুর নকলা গামী একটি পিয়াজ ভর্তি ট্রাক ফেরীতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়।


বিষয়টি বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী খবর পেয়ে দ্রুততম সময়ে  নৌসংরক্কন ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহজাহানের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে মাত্র দুই ঘন্টার মধ্যে পিয়াজ ভর্তি ট্রাকটি নদী হতে উদ্ধার করা হয়।


উদ্বার কাজে বিআইডব্লিউটিএ'র ডুবুরি দলসহ হামজা জাহাজের কমান্ডার যুগ্ন পরিচালক মে. আব্দুস সালাম সহ উদ্ধারকারী জাহাজের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


দ্রুততম সময়ে ট্রাকটি উদ্বারে সক্ষম হওয়ায় স্থানীয় জনগনের মাঝে বিআইডব্লিউটিএর ভাবমূর্তি উজ্জল হয়েছে।