বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব কিডনী দিবস উদযাপিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৪ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক নেফ্রোলজি (শিশু কিডনী) বিভাগের উদ্যোগে বিশ্ব কিডনী দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (৯ মার্চ)বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে র্যালিসহ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে ডি ব্লকের সামনে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিশু কিডনী রোগীদের রোগ প্রতিরোধের উপর গুরুত্বারোপ করেন ও করোনা মহামারীর সময়ে শিশু কিডনী রোগীদের হেমোডায়ালাইসিস সেবা প্রদান করাসহ কিডনী ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম অব্যাহত রাখায় উক্ত বিভাগের শিক্ষক চিকিৎসকদের ধন্যবাদ জানান।
উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিশু কিডনী রোগীদের চিকিৎসার সুবিধার্থে হেমোডায়ালাইসিস সেবা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জায়গা বরাদ্দদানের আশ্বাস দেন। সবশেষে শিশু কিডনী বিভাগের শিক্ষক চিকিৎসকদের একটি টিম শিশু কিডনী রোগীদের নিয়ে পদ্মা সেতু ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন এবং পদ্মা সেতু ভ্রমণ করে সেখানে আনন্দপূর্ণ সময় অতিবাহিত করেন।
গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডিন অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, নাক কান গলা বিভাগের অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চু, শিশু কিডনী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম, অধ্যাপক ডা. গোলাম মাঈনউদ্দিন, অধ্যাপক ডা. সৈয়দ সাইমুল হক প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।