গোপালগঞ্জে এলজিইডির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৮ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৩
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এদিন উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ এলজিইডির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯ টায় এলজিইডি ভবনের সামনে থেকে নারী কর্মকর্তা ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের পদ্মপুকুর পাড়ে গিয়ে শেষ হয়।
পরে গোপালগঞ্জ এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলীর সহধর্মিণী তানিয়া শারমিন। এছাড়াও আরইআরএমপি-৩ এর সহকারী ট্রেনিং অফিসার সালমা আক্তার কেয়া, সহকারী ট্রেনিং অফিসার মো. আনিসুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেন্ডার এন্ড আইজিএ কনসালটেন্ট সাধনা দাস প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী রকিবুল ইসলাম ও রঞ্জন কুমার সহ এলজিইডির অন্যান্য প্রকৌশলীগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিশেষ অতিথি তানিয়া শারমিন নারী কর্মীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।