চুনারুঘাটে টমটম চুরির অভিযোগে গ্রেফতার ৬


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৮ এএম, ১০ই মার্চ ২০২৩


চুনারুঘাটে টমটম চুরির অভিযোগে গ্রেফতার ৬
ছবি: জনবাণী

হবিগঞ্জের চুনারুঘাটে অটোরিকশা চালিত টমটম চুরির অভিযোগে ছয় চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 


বুধবার (৭ মার্চ) রাতে চুনারুঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর মিরাশী ইউপির আইতন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃতরা হলেন-  মো. আবুল হোসেন প্রকাশ বশির (২৫), ফয়সল মিয়া ওরফে মো. সুমন (২৩), ছায়েদ মিয়া (৩৫), জসীম মিয়া (২২), আজিজুল্লা রাজন (২০), আলমগীর (২১)। 


থানার এসআই ফজলে রাব্বি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি রাতে আঃ ছাত্তার মিয়ার অটোরিকশা চালিত টমটম নাট-বল্টু খুলে ঝড়ঝড়া করে তারা নিয়ে যায়। এ ঘটনায় টমটম মালিক মো. আঃ ছত্তার মিয়া তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেছে। 


চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।