ঘোড়াঘাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১৮ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মাঠে ষ্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার ১০ জন ফায়ার ফাইটার নিয়ে যে কোন স্থানে গ্যাস সিলেন্ডারসহ যে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বিচলিত না হয়ে কিভাবে আগুন নিভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন।