গোপালগঞ্জে জেলা পুলিশের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৫ পূর্বাহ্ন, ১২ই মার্চ ২০২৩


গোপালগঞ্জে জেলা পুলিশের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
গোপালগঞ্জে জেলা পুলিশের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী

আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’- এ প্রতিপাদ্যে শনিবার (১১ মার্চ) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনের মাঠ থেকে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম-এর নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে মহাসড়ক ঘুরে পুনরায় পুলিশ লাইনে ফিরে শেষ হয়। পরে রং-বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।


এরপর জেলা পুলিশ লাইনের ড্রিল শেড-এ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।


সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।


এ সময় জেলা পুলিশ সহ পুলিশের সকল ইউনিটের অন্যান্য কর্মকর্তাগণ ও নারী পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।