দুর্গম পাহাড়ে আছে কয়লার খনি!


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৪ পূর্বাহ্ন, ১৩ই মার্চ ২০২৩


দুর্গম পাহাড়ে আছে কয়লার খনি!
কয়লা

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে মাটি খুঁড়ে কালো সোনা খ্যাত কয়লার সন্ধান পেয়েছে স্থানীয়রা। উপজেলা হতে প্রায় ২২ কিলোমিটার দূরে উত্তর রাজাপাড়া নামক গ্রামে কয়লার খনির সন্ধান পাওয়া যায়। 


সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় লোকজন কোদাল দিয়ে পাহাড়ের মাটি খুঁড়ে কয়লা বের করে নিয়ে আসছেন। এই কয়লা শুকিয়ে তারা বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহার করছেন। স্থানীয়রা বলেন, কয়লার খনি আবিষ্কৃত হলে তাদের ভাগ্য বদলে যাবে।


জানা গেছে, দু থেকে তিন বছর আগে উক্ত পাহাড়ের মাটি খনন করতে গিয়ে এ কয়লার সন্ধান পান স্থানীয়রা। বিষয়টি এত দিন গোপন থাকলেও সম্প্রতি তা জানাজানি হয়। এরই মধ্যে এসব কয়লা সংগ্রহ করে এলাকাবাসী রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহারও করছে। কালো সোনা খ্যাত কয়লার সম্ভাব্য খনি দেখতে প্রতিদিন শত শত উৎসুক জনতা ভিড় করছে। তবে বিষয়টি এখনো প্রশাসন আমলে নেয়নি বলে জানান তারা।


স্থানীয় এক কৃষক মো. রতন বলেন, প্রায় দুই-তিন বছর আগে আদা-হলুদ রোপণের জন্য মাটি খনন করতে গিয়ে কয়লা দেখতে পাই। পরে কৌতূহলী হয়ে এসব কয়লা সংগ্রহ করে আগুনে পুড়িয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি।


মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে দেশে বিদ্যমান কয়লার ঘাটতি পূরণ হবে। বিদ্যুতের যে জ্বালানি সংকট রয়েছে তা-ও দূরীভূত হবে।


খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান দৈনিক জনবাণী কে বলেন, বিষয়টি শুনেছি। মাটিরাঙা উপজেলার উত্তর রাজাপাড়া এলাকায় কয়লা পাওয়া যাচ্ছে। স্থানীয়রা জ্বালানি হিসেবে কয়লাগুলো ব্যবহারও করছেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট পাঠানোর জন্য বলা হবে। রিপোর্ট-পরবর্তী সময়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হব।


আরএক্স/