কামরাঙ্গীরচরে ডাম্বেলের আঘাতে যুবকের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৫ পূর্বাহ্ন, ১৩ই মার্চ ২০২৩


কামরাঙ্গীরচরে ডাম্বেলের আঘাতে যুবকের মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় বন্ধুর ডাম্বেলের আঘাতে মো. হাসান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইমন নামে একজনকে আটক করেছে পুলিশ।


রবিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তফা আনোয়ার। 


তিনি জানান, হাসান ও ইমন কামরাঙ্গীরচরে একটি কারখানায় কাজ করত। কাজ করার সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ডাম্বেল দিয়ে হাসানের মাথায় আঘাত করে ইমন। এতে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়।


তিনি আরও জানান, মরদেহটি ঘটনাস্থলেই আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হবে।