দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৮ পূর্বাহ্ন, ১৩ই মার্চ ২০২৩


দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
জামালপুর রিক্রিয়েশন ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আইনশৃঙ্খলার উন্নতির কারণেই দেশে উন্নয়ন হচ্ছে।


রবিবার (১২ মার্চ) দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


জামালপুরে রিক্রিয়েশন ক্লাবের সভাপতি মীর্জা আজম এমপির সভাপতিত্বে মন্ত্রী আরও বলেন, আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। এটি কেবল সম্ভব হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলেই।


রিক্রিয়েশন ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবটির সভাপতি মীর্জা আজম এমপি।


এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক দুলাল, ইঞ্জিনিয়ার মো মোজাফফর হোসেন এমপি, দুর্নীতি দমন কমিশনার জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দিন, অতিরিক্ত আইজিপি মাহাবুবর রহমান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বাবি দেবদাশ ভট্টাচার্য্য, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও পুলিশ সুপার নাসির উদ্দিন আহামেদ।