প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন এমডি স্মৃতি কর্মকার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৭ পূর্বাহ্ন, ১৩ই মার্চ ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা ট্রাস্টের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকার।
রবিবার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এ কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়।