বিএনপি নেতাকে গ্রেফতারে বাধা, ছাত্রলীগ নেতা গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৪ই মার্চ ২০২৩


বিএনপি নেতাকে গ্রেফতারে বাধা, ছাত্রলীগ নেতা গ্রেফতার
সাব্বির হোসেন

গাজীপুরের টঙ্গীতে বিএনপি নেতাকে গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (১২মার্চ) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাব্বির হোসেন গাজীপুর মহানরীর ৫৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় রাতেই টঙ্গী পূর্ব থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শিশির সরকার ও ছাত্রলীগ নেতকে গ্রেফতার করেছে পুলিশ। 


থানার উপপরিদর্শক(এসআই)সাব্বির হোসেন বলেন, টঙ্গী পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় অভিযুক্ত থাকায় রোববার রাতে বিএনপি নেতা শিশির সরকারকে গ্রেফতার করতে যায় পুলিশ। 


এ সময় ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাব্বির বাধা দেয়। পরে পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করে। তিনি আরো বলেন,তারা দুইজন মদ্দপ অবস্থায় ছিলেন। 


এ সময় ছাত্রলীগ নেতার সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু বলেন, সাব্বির ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।পূর্বের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে।বর্তমানে ওই ওয়ার্ডে নতুন কোন কমিটি ঘোষনা করা হয়নি। 


টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার তাদের দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।


আরএক্স/