গোপালগঞ্জের সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এ্যাড. মতিয়ার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৪ই মার্চ ২০২৩
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত যুগ্ম- সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান।
এছাড়াও তিনি গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কাজী লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারসহ সকল নেতৃবৃন্দদের প্রতিও কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আগে সততা ও নিষ্ঠার সহিত তিনি গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরে সদর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে এবার যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান গণমাধ্যমকে জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এবং গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের দিকনির্দেশনায় সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালনে তিনি বদ্ধপরিকর। এবিষয়ে তিনি দলের সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।