ফুলগাজীতে সাংবাদিক এবিএম মুসার নামে সেতু উদ্বোধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:০৭ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৩


ফুলগাজীতে সাংবাদিক এবিএম মুসার নামে সেতু উদ্বোধন
মুসার নামে সেতু উদ্বোধন

প্রয়াত সাংবাদিক ফেনীর কৃতি সন্তান এবিএম মুসার নামে সোমবার (১৩ মার্চ) বিকেলে ফেনীর ফুলগাজীতে সেতু উদ্বোধন করা হয়েছে। ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ইসলামীয়া বাজার-ঘাটঘর বকশী বাজার সড়কে ৭ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে হাজীর ভাগনা খালে সাংবাদিক এবিএম মুসা সেতুটি উদ্বোধন করেন ফেনী-১ আসনের সাংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।


দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৭ সালের ১৮ মে ফেনীর ফুলগাজীর হাজীর ভাগনা খালের ওপর সেতু ’এবিএম মূসা' সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রখ্যাত সাংবাদিক আবদুস সালামের দাদা হাজী ফানাউল্লাহর নামে পরিচিত হাজীর ভাগনা খালে সেতুটির নামকরণ হয় 'এবিএম মূসা' সেতু। ১৪০ মিটার দীর্ঘ ৭ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।


ফুলগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজমীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  হারুন মজুমদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, ফুলগাজী থানার ওসি মো. হাসিম, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, সাংবাদিক এবিএম মুসার কন্যা মরিয়ম মুসা, দরবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।