প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ট্রাফিক সার্জেন্টের
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৩
চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। নিহত সার্জেন্টের নাম মোহাম্মদ মুজাহিদ চৌধুরী।
সোমবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে বন্দরের আউটার রিং রোড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির বন্দর ট্রাফিক জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, পতেঙ্গা এলাকায় ডিউটি ছিল মুজাহিদের। আরেক সার্জেন্ট ও কনস্টেবলের সঙ্গে আলাদা আলাদা মোটরসাইকেলে তারা ফৌজদারহাটের দিকে যাচ্ছিলেন। পথে ওয়াই জংশন এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন মুজাহিদ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পাহাড়তলি থানার পুলিশ প্রাইভেটকারচালককে আটক করেছে।