মেট্রোরেলের আরও ২ স্টেশন চালু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৩
মেট্রোরেলের ‘কাজীপাড়া ও মিরপুর-১১’ স্টেশন চালু করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ৮টায় এই দুই স্টেশন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
এদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা। অন্যদিকে আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা।
এ ছাড়া চলতি মাসেই উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
উল্লেখ্য, গেল বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়।