হাওরে ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ: পানিসম্পদ প্রতিমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৩


হাওরে ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। 


বুধবার (১৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বরাম হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনের সময় এসব কথা বলেন মন্ত্রী। 


তিনি বলেন, যে বাঁধে ঘাস লাগানো শেষ হয়েছে সেই কাজকেই আমরা সম্পূর্ণরূপে হয়েছে মনে করি। হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ডেট লাইন দিয়ে কাজ করা সম্ভব হবে না।


জাহিদ ফারুক  আরও বলেন, বাঁধ নির্মাণে হাওরে পরিবেশ ও প্রাকৃতিক বিষয় রয়েছে। ফসল রক্ষা বাঁধের কাজ সময় বেঁধে ভবিষ্যতে করা ও সম্ভব হবে না।


এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার মেয়াদ থাকলেও আরও দশদিন মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ।