কক্সবাজারে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ দেশের দুঃশাসনের চিত্র : রিজভী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনা দেশের দুঃশাসনের একটি চিত্র। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমন শ্লীলতাহানির ঘটনা দেশবাসীকে আতঙ্কিত করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দেশজুড়ে পৈশাচিক ঘটনার বিস্তার ঘটিয়ে চলেছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা পরিবহন খাতে নৈরাজ্যের প্রতিচ্ছবি। জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় এমন নৈরাজ্য বিরাজ করছে। এই অগ্নিকাণ্ডকে আওয়ামী দুঃশাসনের প্রতিফলন বলে দাবি করেন তিনি। এসময় বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বৃদ্ধির প্রস্তাবের তীব্র নিন্দা জানান রিজভী।