মিল্লি ভাতের দাওয়াত দিয়ে মেসিদের আমন্ত্রণ জানালেন জামালপুরের মাসুদ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৪ এএম, ১৬ই মার্চ ২০২৩

৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে গণভোজের তারিখ চেয়ে আর্জেন্টিনার ফুটবল দল ও মেসিকে জামালপুরের সরিষাবাড়ীতে আমন্ত্রণ জানিয়েছেন আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান।
বুধবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাসে আমন্ত্রণ পত্র দিয়ে আসেন সাংবাদিক মাসুদুর রহমান।
জানা গেছে, ২০২২ সালে কাতার বিশ্বকাপের খেলা চলাকালীন সময় জামালপুরের সরিষাবাড়ীতে এক হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালী করেন সাংবাদিক মাসুদ। র্যালী শেষে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লিভাত দিয়ে গণভোজের ঘোষণা দেন তিনি। পরে এক হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের পতাকাটি পৌর এলাকার ট্রাক পরিবহন মোড় থেকে শুরু করে পৌরসভা, শিল্পকলা, ডাকবাংলোতে টানিয়ে দেওয়া হয়।
এদিকে আর্জেন্টিনার প্রতিটি খেলায় তার পক্ষ থেকে নানা আয়োজন ছিল। পাশাপাশি প্রতিটি খেলায় খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আর খেলাগুলোতে তিনি প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় করেন।
এ প্রসঙ্গে মাসুদুর রহমান বলেন, র্যালী থেকে ঘোষণা দেওয়া ৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে গণভোজের অনুষ্ঠানটি সম্পন্ন করতে চাই। আমরা চাই মেসি ও তার ফুটবল টিমের খেলোয়াড়রা আমাদের আমন্ত্রণ গ্রহণ করে সবাই সরিষাবাড়ী উপজেলায় আসবে।
তিনি বলেন, মেসি ও তার খেলোয়াড়দের উপস্থিতিতে আমি ৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে গণভোজের আয়োজন করতে চাই। আর্জেন্টিনার ফুটবল টিমের সকল খেলোয়াড় ও তাদের পরিবার এবং সে দেশের সরকার প্রধানকে আমি আমন্ত্রণ জানালাম।