দেশের উন্নতি সাধনে প্রয়োজন আত্মবিশ্বাস: রাষ্ট্রপতির প্রেস সচিব


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৩


দেশের উন্নতি সাধনে প্রয়োজন আত্মবিশ্বাস: রাষ্ট্রপতির প্রেস সচিব
ছবি: জনবাণী

আনন্দঘন পরিবেশে হৈ-হুল্লোড় নেঁচে গেয়ে জমকালো আয়োজনে বুধবার কুমিল্লার মুরাদনগরের কুড়াখাল উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 


প্রতিষ্ঠানটির মাঠ প্রাঙ্গণে সভাপতি প্রফেসার মোসলেউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। 


অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ও ইউএনও আলাউদ্দিন ভূঞা জনী বলেন, বিভিন্ন বিষয়ে দক্ষ জনশক্তি রয়েছে। উন্নত বিশ্বে দক্ষ জনশক্তি রপ্তানি করবে বাংলাদেশ সরকার। দক্ষ জনগণই মুরাদনগরকে আলোকিত করবে। এদেশে এখন আমরা স্বাধীন, প্রশাসন মানুষকে সেবা দান করছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোচিং করে লাভ নেই, নিজের মাঝে আত্মবিশ্বাস বাড়াও তবেই নিজের মেধা বিকশিত হবে। মেধা বিকশিত হলেই দেশের উন্নয়ন ঘটবে। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁঞা জনী, বাঙ্গরা-পশ্চিম ইউপি চেয়ারম্যান বাহার খান, সালাউদ্দিন আহমেদ বাদল, বাঙ্গরা থানার ওসি তদন্ত দীনেশ চন্দ্র দাশগুপ্ত, বাঙ্গরা থানা যুবলীগের আহ্বায়ক নাঈম খান, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুল ইসলাম,পুলিশ পরিদর্শক(সিআইডি) অবসরপ্রাপ্ত মো. আবু মুছা খন্দকার,  ব্যাংক কর্মকর্তা মো. নাসির উদ্দিন খাঁন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান।


প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সরকারের উপস্থাপনার আরও উপস্থিত ছিলেন, জনবাণীর প্রিয়ন্ত মজুমদার, মানবজমিনের আবুল কালাম আজাদ ভূঁইয়া, ভোরের ডাকের শামীম আহমেদ ও সাংবাদিক রুহুল আমিন প্রমুখ।