Logo

শালিখায় ভাগ্নের হাতে মামা আহত

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মার্চ, ২০২৩, ১৩:৩৬
11Shares
শালিখায় ভাগ্নের হাতে মামা আহত
ছবি: সংগৃহীত

শালিখা উপজেলার কাটিগ্রামে ভাগ্নেদের হাতে মামাসহ দুইজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় মৃত মশিয়ার রহমানের পুত্র মোহাম্মদ আলী রেন্টু শালিখা হাসপাতালে ভর্তি হয়েছে।তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও কোপের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

শালিখা উপজেলার কাটিগ্রামে ভাগ্নেদের হাতে মামাসহ দুইজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় মৃত মশিয়ার রহমানের পুত্র মোহাম্মদ আলী রেন্টু শালিখা হাসপাতালে ভর্তি হয়েছে।তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও কোপের চিহ্ন রয়েছে।

আহত মুস্তাক হোসেন জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ভাগ্নে ইমদাদ হোসেনের বাড়ীর পশ্চিম পাশের পুকুর পাড়ে তিনি কাজ করছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ভাগ্নে ইমদাদ হোসেন লাঠি দিয়ে তাকে মারপিট করে। এ সময় আর এক ভাগ্নে সাইফুর রহমান চাইনিজ কুড়াল নিয়ে তাকে কোপাতে আসে।

বিজ্ঞাপন

অপর এক ভাগ্নে জিয়াউর রহমান লাঠি নিয়ে এগিয়ে আসে এ সময় মুশতাকের বড় ভাইয়ের ছেলে চাচাকে বাসাতে এগিয়ে আসলে তাকেও বেদম মারপিট ও কুপিয়ে জখম করে।

বিজ্ঞাপন

মুস্তাক হোসেন আরো বলেন আমি  সম্প্রতি বাড়ী এসে দেখী আমার ভাগ্নেরা আমার অনেক জমি আমাকে না জানিয়ে টাকা খরচ করে ফেলেছে। ৮০টি নারকেল গাছের নারকেল বিক্রি করে আসছে। পুলুম বাজারে জমি ক্রয় বাবদ ২ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছে।

এ সব বিষয়ে তাদের চাপ সৃষ্টি করলে তারা আমার উপর ফুসে উঠেছে এবং আমাকে বাড়ি ছাড়ার হুমকি দিয়ে আসছে। এ ছাড়া গত ১০দিন পূর্বে ভাগ্নে জিয়াউর রহমান রাত দশটার দিকে আমার বাড়ির চার পাশে চাইনিজ কুড়াল নিয়ে ঘোরাঘুরি করছিল। আমার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

হাজরা হাটির তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবুল কাসেম বলেন, রোগীকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম।আমাদের কাছে এখনও কোন অভিযোগ আসেনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD