অধ্যাপক হরলাল রায় সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৫ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৩


অধ্যাপক হরলাল রায় সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: জনবাণী

ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা ও ব্যাকরণবিদ অধ্যাপক হরলাল রায় সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ মার্চ) সাহিত্য একাডেমির আয়োজনে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে শহরের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও খ্রিষ্টীয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগি অধ্যাপক হরলাল রায় বিষয়ক রচনা, হরলাল রায় বিষয়ক বক্তৃতা ও হরলাল রায় বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 


হরলাল রায় বিষয়ক বক্তৃতায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার তিন হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার দুই হাজার টাকা, তৃতীয় পুরস্কার দেড় হাজার টাকা, মূল্যবান বই ও সনদ বিতরণ করা হয়। 


বক্তৃতায় প্রথম হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আইরিন আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া দোলন দ্বিতীয় ও একই কলেজের শিক্ষার্থী তাসনিম আক্তার লিজা তৃতীয় স্থান অর্জন করে। 


রচনা প্রতিযোগিতায় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তি সাহা প্রথম, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তনিমা জান্নাত পুষ্প দ্বিতীয় ও জান্নাত জাফরিন নোশিন তৃতীয় স্থান অর্জন করে। 


অধ্যাপক হরলাল রায় বিষয়ক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে নুসরাত জাহান জেরিন, প্রাপ্তি সাহা ও ফারজানা ইসলাম সুইটি।


প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাহিত্য একাডেমির সহসভাপতি এডভোকেট মানিক রতন শর্মা, আবদুর রহিম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো.ফারহান ইসলাম। 


সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন সাহিত্য একাডেমির পরিচালক এডভোকেট আবু তাহের, সাহিত্য একাডেমির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাহিত্য একাডেমির পরিচালক ফারুক আহমেদ ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন। অনুষ্ঠান আয়োজনে সহযোগি ছিলেন নুসরাত জাহান বুশরা, মনিরুল ইসলাম শ্রাবণ, খালেদা মুন্নী, রিপন দেবনাথ, নুসরাত জাহান জেরিন, শিপন কর্মকার ও আকলিমা প্রমুখ।