সুপ্রিম কোর্টে হট্টগোল

বিএনপির খোকনকে প্রধান আসামি করে মামলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৩


বিএনপির খোকনকে প্রধান আসামি করে মামলা
ফাইল ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ব্যালট পেপার চুরি ও ছিঁড়ে ফেলার অভিযোগে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে প্রধান আসামি করে শতাধিক আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।


বুধবার (১৫ মার্চ) সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।


মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা কনফারেন্স রুমে জোর করে বে-আইনিভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা রুমের মধ্যে থাকা ব্যালট পেপার ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য সামগ্রী টেনে হিঁচড়ে রুমের বাইরে বারান্দায় ফেলে দেন। 


এ সময় তারা কিছু ব্যালট পেপার চুরি করে নিয়ে যান। ওই আসামিরা (নির্বাচন সংক্রান্ত) সাব-কমিটির সদস্য অ্যাডভোকেট মৌসুমি বেগম এবং কনফারেন্স রুমের বাইরে থাকা শুভ্র বোস ও গোলাম সারোয়ারসহ অন্যান্য আইনজীবীদের আহত করেন।