ফারদিনের মৃত্যু: স্থায়ী জামিন পেয়েছেন বুশরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৩


ফারদিনের মৃত্যু: স্থায়ী জামিন পেয়েছেন বুশরা
ডানে আমাতুল্লাহ বুশরা ও বামে ফারদিন নূর পরশ। ফাইল ছবি

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর মামলায় স্থায়ী জামিন পেয়েছেন একমাত্র আসামি ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরা।


বৃহস্পতিবার (১৬ মার্চ) তার পক্ষে আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন।


সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক তাকে স্থায়ী জামিন দেন বলে জানান তার আইনজীবী।


একইদিনে গোয়েন্দা পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দিতে ফের সময় আবেদন করেন ভিকটিমের বাবা ও মামলার বাদী নুর উদ্দিন রানা। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ১৬ এপ্রিল প্রতিবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য করেন।  


গত ৬ ফেব্রুয়ারি বুশরার অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার।