তথ্য না দেওয়ায় তথ্য কমিশনে সাংবাদিকের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৩ পূর্বাহ্ন, ১৭ই মার্চ ২০২৩
জামালপুরের সরিষাবাড়ীতে উন্নয়নের তথ্য না দেওয়ায় তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সাংবাদিক মাসুদুর রহমান।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা যোগদানের পর থেকেই সাংবাদিকরা তথ্য অধিকার আইনে আবেদন করলেও সেসব আবেদন ফাইলবন্দি পড়ে আছে।
তথ্য অধিকার আইনানুযায়ী নির্ধারিত ফরমে আবেদন করলেও বিভিন্ন প্রকল্প হরিলুটের ঘটনা ধামাচাপা দিতেই কোনো তথ্য প্রদান করা হয় না বলে জানা গেছে।
এদিকে তথ্য না দেওয়ার বিষয়ে সরিষাবাড়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর ও উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে কল দেওয়া হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রধান তথ্য কমিশনার সুরাইয়া বেগম বলেন, অভিযোগ হাতে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সাংবাদিক মাসুদুর রহমান বলেন, বার বার আবেদন করেও তথ্য পাইনি। ডিসি স্যার আদেশ দেওয়ার পরেও কোন পত্র মারফত আমাকে কিছুই জানানো হয়নি। তাই প্রধান তথ্য কমিশনার বরাবর অভিযোগ দায়ের করেছি।