মুরগির বাজার স্বাভাবিক হতে ৬ মাস লাগবে: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২২ পূর্বাহ্ন, ১৭ই মার্চ ২০২৩
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, আসন্ন রমজানে মুরগির দাম বাড়বে না। বাজারে ইতোমধ্যে দাম বেড়েই আছে। বাজার স্বাভাবিক হতে ৬ মাসের মতো অপেক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বসুন্ধরা কনভেনশন হলে আন্তর্জাতিক পোলট্রি শোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, মুরগির খাদ্য উপাদানের খরচ বেড়েছে। তবে খরচের তুলনায় দাম না পেয়ে অনেক খামার বন্ধ হয়ে গেছে। এতে সরবরাহ সংকটে পড়ে বাজারে মুরগির দাম বেড়েছে। মুরগির দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করছেন।
মন্ত্রী বলেন, একটা বাচ্চা উৎপাদন করতে ৩৫ থেকে ৪০ টাকার পর্যন্ত খরচ হয়। তাই এটি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হতে পারে না। এটা নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি বলেন, দাম কমার জন্য ছয়-সাত মাস অপেক্ষা করতে হবে। কারণ, বর্তমানে বাজার ভালো হওয়ায় অনেকেই আবার নতুন করে উৎপাদনে আসতে শুরু করেছে। সুতরাং, নতুন পোলট্রি পণ্য বাজারে এলেই দাম কমে আসবে।