কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ১৮ই মার্চ ২০২৩


কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে বলে জানা গেছে। এ সময় আল্লার দান ফল ভান্ডার নামের এক দোকানের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।


শুক্রবার (১৭ মার্চ) অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।


জানা গেছে, অভিযান চলাকালে আল্লার দান ফল ভান্ডারের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা কারওয়ান বাজারের কিচেন মার্কেট ঘুরে দেখেন। 


অভিযান শেষে অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, সরবরাহে কোনো প্রকার কমতি নেই। তবে মূল্যে কেউ যদি কারসাজি করেন, তা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 


অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।