শিশু-কিশোররা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হোক: পারভেজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০২ পূর্বাহ্ন, ১৮ই মার্চ ২০২৩


শিশু-কিশোররা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হোক: পারভেজ
অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ।


তিনি বলেন, বাঙালির মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা। এই দিবসে আমাদের প্রত্যাশা এ প্রজন্মের সকল শিশু-কিশোর বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম সম্পর্কে জানুক এবং তাঁর জীবন দর্শন ও আদর্শে অনুপ্রাণিত হোক। 


শুক্রবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপাচার্য এসব কথা বলেন। 


তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এর আগে কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নানা আয়োজন করেন। এ উপলক্ষে আনন্দ র‍্যালি ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আরএক্স/