বঙ্গবন্ধুর জন্মদিনে পথশিশুদের মেট্রোরেল ভ্রমণ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:৪০ পূর্বাহ্ন, ১৮ই মার্চ ২০২৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে ৬০ জন পথশিশু মেট্রোরেল ভ্রমণ করে। এ সময় তেজগাঁও সরকারি শিশু পরিবার থেকে ৩০ জন মেয়েশিশু ও মিরপুর সরকারি শিশু পরিবার থেকে ৩০ জন ছেলেশিশু উপস্থিত ছিল।
সকালে মেট্রোস্টেশন শিশুদের উদ্দীপনায় ভরপুর ছিল। সকাল ৯টার দিকে বিআরটিসির ছাদখোলা বাসে করে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায় শিশুরা। সে সময় ছেলেদের পরনে ছিল লাল পাঞ্জাবি আর মেয়েদের পরনে লাল সালোয়ার-কামিজ। তার ওপর সবার নীল কালারের টি-শার্ট। মাথায় বঙ্গবন্ধুর ছবি সম্বলিত লাল-সবুজ রঙের টুপি। প্রত্যেকের হাতে নানা রঙের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে বঙ্গবন্ধুর ছবি ও লেখা শুভ জন্মদিন বঙ্গবন্ধু। বাদ্যযন্ত্র বাজিয়ে তারা মেট্রোস্টেশনে প্রবেশ করে।
মেট্রোস্টেশনে প্রবেশের পর লাইন ধরে কার্ড নেয় শিশুরা। তারপর নিজের কার্ড নিজে পাঞ্চ করে স্টেশনের প্ল্যাটফর্মে যায় সবাই।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমরা এই আনন্দ আয়োজন করি। আমাদের ৬০ জন শিশু এ আনন্দযাত্রায় শামিল হয়েছে। আমরা এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের মেট্রোরেলের অভিজ্ঞতার ছাপ দিতে চেয়েছি। আমরা শিশুদের জানাতে চেয়েছি, আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি।