চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে স্বর্নের বার উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৯ এএম, ১৮ই মার্চ ২০২৩


চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে  স্বর্নের বার উদ্ধার
উদ্ধারকৃত মটরসাইকেল

চুয়াডাঙ্গার ৬ বিজিবি অভিযান চালিয়ে মটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে তিনটি স্বর্নের বার উদ্ধার করেছে।


জানা গেছে, শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসির নেতৃত্বে, সুলতানপুর ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রামে।


এ সময় বিজিবি সীমান্ত পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া গ্রামের বাকা মোড় এলাকায় রাস্তার পাশে অবস্থান নেয়। মোটরসাইকেলযোগে একজন ব্যক্তিকে বাকা মোড় এলাকা দিয়ে ঝাঝাডাঙ্গা হয়ে সীমান্ত অভিমুখে যেতে দেখে।


এ সময় বিজিবি সশস্ত্র টহলদল উক্ত মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করলে আরোহী মোটর সাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি মোটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে ৭০ ভরি ওজনের তিনটি স্বর্নের বার উদ্ধার করে। এ ঘটনায় সুলতান ক্যাম্পের নায়েব সু্বেদার বাদি হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরএক্স/