আ.লীগ দেশের সব খেয়ে ফেলেছে : ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৭ পূর্বাহ্ন, ১৯শে মার্চ ২০২৩

আওয়ামী লীগ দেশের সব খেয়ে ফেলেছে, এখন বাংলাদেশের মানচিত্রটাও খেয়ে ফেলতে বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি।
বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ আর শেখ হাসিনার মূলনীতি টাকা পাচার আর দুর্নীতি। এই সরকারের দুর্নীতির ফিরিস্তি দিতে হলে এক-দুই দিনে হবে না, এক মাস সময় লাগবে। তাদের (আওয়ামী লীগ) প্রতিক্ষেত্রে দুর্নীতি।
এ সময় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল স্লোগান ধরেন... ‘গলি-গলি মে শোর হ্যায়।’ নেতা-কর্মীরা তার সঙ্গে বলে ওঠেন ‘শেখ হাসিনা চোর হ্যায়।’
মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধান কথা দুর্নীতি বন্ধ করতে হলে এই সরকারকে সরাতে হবে। এই সরকার, যারা জোর করে ক্ষমতায় বসে আছে, তাদের জনগণের শক্তি দিয়ে সরে যেতে বাধ্য করতে হবে। জনগণের দাবি আদায় করতে অবশ্যই তাদের সরাতে হবে।