শ্যামপুরে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৩
রাজধানীর শ্যামপুর এলাকায় ট্রাকচাপায় মো. কোরবান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) মধ্যরাতে এই ঘটনাটি ঘটে।
শ্যামপুর থানার এসআই নুরুজ্জামান জানান, মধ্যরাতে শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আমরা খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে যাই। ভোরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাই।
তিনি বলেন, আমরা জানতে পেয়েছি তারা একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। তিনজন যাওয়ার সময় পেছন থেকে কোরবান নামে ওই যুবক পড়ে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন।