হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:২৮ পিএম, ১৯শে মার্চ ২০২৩


হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু
ছবি: সংগৃহীত

৯ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।


রবিবার (১৯ মার্চ) সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।


জেলা শ্রমিক ইউনিয়ন জানান, হবিগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে বেসরকারিভাবে পরিচালিত সব অ্যাম্বুলেন্স সরিয়ে নিতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় অ্যাম্বুলেন্স সমিতি।


হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সজিব আলী জানান, হাসপাতাল প্রাঙ্গনে অ্যাম্বুলেন্স রাখার জায়গা থাকলেও কর্তৃপক্ষ আমাদের অ্যাম্বুলেন্স রাখতে দিচ্ছে না। তাই আমরা চাই আমাদের একটি নির্দিষ্ট স্ট্যান্ড দেওয়া হোক।