Logo

ভিজিডি কার্ডের টাকা না দেওয়ায় মাথা ফাটালেন ইউপি সদস্য

profile picture
জনবাণী ডেস্ক
২০ মার্চ, ২০২৩, ১২:৫৯
9Shares
ভিজিডি কার্ডের টাকা না দেওয়ায় মাথা ফাটালেন ইউপি সদস্য
ছবি: সংগৃহীত

এক পর্যায়ে বাদল উত্তেজিত হয়ে দোকানের ঝাপের লাঠি দিয়ে গোলজারের মাথায় সজোরে আঘাত করেন।

বিজ্ঞাপন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিজিডি কার্ডের জন্য পাঁচ হাজার টাকা না দেওয়ায় গোলজার হোসেন নামে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য মাহফুজার রহমান বাদলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি বাজারে এ ঘটনা ঘটে। হামলায় আহত গোলজার হোসেন উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর হাজিটারী গ্রামের বাসিন্দা এবং হামলাকারী ইউপি সদস্য মাহফুজ কাশিপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বিজ্ঞাপন

গোলজার হোসেন জানান, সম্প্রতি তার পুত্রবধূ ববিতা বেগম ভিজিডি কার্ডের তালিকাভুক্ত হন। ইউপি সদস্য বাদল কৌশলে ববিতার কার্ডটি তুলে নিয়ে নিজের কাছে রেখে দেন। বৃহস্পতিবার তিনি বেড়াকুটি বাজারে গিয়ে ইউপি সদস্যর কাছে কার্ডটি চাইলে বাদল তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে কার্ডটি অন্যকে দেয়া হবে বলেও জানান ওই ইউপি সদস্য।

বিজ্ঞাপন

এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে বাদল উত্তেজিত হয়ে দোকানের ঝাপের লাঠি দিয়ে গোলজারের মাথায় সজোরে আঘাত করেন।

ইউপি সদস্য মাহফুজার রহমান গোলজারের মাথায় আঘাত করার কথা স্বীকার করে বলেন,ভিজিডির টাকার জন্য নয়,১৩ বছর আগের পাওনা টাকার জন্য তাকে পিটিয়েছি।

বিজ্ঞাপন

কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, ভিজিডি কার্ড নিয়ে মেম্বারের লাঠির আঘাতে গোলজার হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান,এ ঘটনায় গোলজার হোসেনের স্ত্রী নছিরন বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD