বরিশালে আনসার ও ভিডিপির আয়োজনে সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩০ পূর্বাহ্ন, ২০শে মার্চ ২০২৩
বরিশালে রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের (Stakeholders)অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ) বরিশালে হোটেল গ্রান্ড পার্কের সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম জিয়াউল আলম, বিএএম, পিভিএমএস, উপমহাপরিচালক(অপারেশনস) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা।
সভায় উপস্থিত ছিলেন মো. আশরাফুল আলম, পরিচালক, আনসার ও ভিডিপি বরিশাল রেঞ্জ, বরিশাল, জনাব আশাফুর রহমান, উপ-সচিব (প্রশাসন-৩), জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, ঢাকা।
এছাড়া সদর দপ্তর হতে আগত কর্মকর্তাবৃন্দ, জেলা কমান্ড্যান্টগন, সুধীজন, বিভিন্ন কেপিআই থেকে আগত অতিথিবৃন্দ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।