শাকিবের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি: হারুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:০২ পূর্বাহ্ন, ২০শে মার্চ ২০২৩


শাকিবের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি: হারুন
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত

নায়ক শাকিব অভিযোগ সম্পর্কে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, অভিনেতা শাকিব খান একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তিনি এর আগে আমাকে ফোন করে যোগাযোগ করেছিলেন। নায়ক শাকিবের অভিযোগ তদন্ত করে দেখা হবে।


ডিবি প্রধান বলেন, শাকিব খান ফোনে ফোন করে আমাকে বলেন, ডিবি পুলিশ অনেক চাঞ্চল্যকর ঘটনা তদন্ত করে, তার একটি ব্যক্তিগত অভিযোগ রয়েছে সেটি তিনি আমাদের জানাতে চান। 


তিনি বলেন, আবেদনে শাকিব দাবি করেছেন- রহমত উল্ল্যাহ কোনও প্রযোজক না। রহমত উল্ল্যাহ প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমি বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান, আমরা সেটা খতিয়ে দেখব, তদন্ত করে দেখবো। 


এ সময় ডিবি প্রধান হারুন বলেন, আমরা বলেছি আমরা আপনার অভিযোগ তাৎক্ষণিক তদন্ত করে দেখবো। বাংলাদেশে আছে কি না তাও তদন্ত করে দেখা হবে।