তিন মরদেহ উদ্ধার করে পদক পাচ্ছে কুকুর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৩
রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করায় র্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র্যাব মহাপরিচালক পদক পাচ্ছে।
র্যাব ফোর্সেস এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে সোমবার (২০ মার্চ) সকালে র্যাব মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে এমন তথ্য জানানো হয়।
ওই দরবারে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র্যাব মহাপরিচালক কর্তৃক বিশেষ সম্মাননা (সাহসিকতা) ও বিশেষ সম্মানা (সেবা) পুরষ্কার প্রদান করা হচ্ছে।
এছাড়াও আভিযানিক কার্যক্রমে শহীদ র্যাব সদস্যদের স্মৃতি স্মরণে শহীদ র্যাব সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ র্যাব সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন র্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
এর আগে গত ৭ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়।