বনানী থেকে বিএনপির ৫৫ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৩
রাজধানীর বনানীতে গোপন বৈঠক করার সময় বিএনপির ৫৫ নেতাকর্মী আটক করেছে ডিবি। ডিবির এই অভিযানে বনানী থানা পুলিশও তাদের সঙ্গে ছিল বলে জানা গেছে।
রবিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বনানী ক্লাবে বসে বিএনপির এই ৫৫ নেতাকর্মী রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিল। গোপনে এই সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করে।
বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রাতে বনানী ক্লাবে বিএনপির ৫৫ নেতাকর্মী গোপনে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছে— এমন অভিযোগে তাদের ডিবি আটক করা হয়। অভিযানে ডিবির সঙ্গে বনানী থানা পুলিশও ছিল।
আটকদের বিষয়ে বনানী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।